বিজেপি প্রার্থীদের জয় দেখার জন্য অপেক্ষা করছে মানুষ : মুখ্যমন্ত্রী

র্তমানে ভারতের আর্থিক অবস্থা পঞ্চম স্থানে রয়েছে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে নিয়ে আসার জন্য | বললেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা |কংগ্রেস আমলে শুধু দুর্নীতি আর দুর্নীতির কথা শোনা যেত | গত ১০ বছরে দেশে কোন দুর্নীতি হয়নি | দুর্নীতি পুরোদমে বন্ধ হয়ে গেছে দেশে | বর্তমানে ভারতবর্ষের আর্থিক স্থিতি অনেক গুণ বেড়ে গেছে | প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে নিয়ে আসার জন্য | নরেন্দ্র মোদির জমানায় আর্থিক পরিস্থিতি তৃতীয় স্থানে এনে তিনি দেখিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন |

মঙ্গলবার তপশিলি জনজাতি সংরক্ষিত ২নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত  তিপরা মথা , আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা |

দক্ষিণ সোনাইছড়ি পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী  টিংকু রায় , বিজেপি নেতা সুবল ভৌমিক , দক্ষিণ জেলা সভাপতি শংকর রায় সহ অন্যান্য বিশিষ্ট জন | এদিনের জনসভা শেষে ১১৭ পরিবারের ৩১৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে | তাদেরকে দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা |

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন , নর্থইস্ট জোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ প্রায় এগারোটা চুক্তি সম্পাদন করেছে | যাতে করে গোটা দেশের শান্তি বজায় থাকে |মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত লজ্জা হয় , সিপিএমের চার বারের মুখ্যমন্ত্রী বলেছেন সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে | অত্যন্ত দুঃখ হয় তাকে মানুষ কি ভাববে , কি চোখে দেখতো মানুষ এতদিন | যাদের রাজত্বে মানুষ শান্তিতে বসবাস করতে পারত না | তারাই আবার সরকারে ফেরার চেষ্টা করছে |

মুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রেখেছেন | বলেন আমি নিশ্চিত এই সবগুলি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে |