১০ এবং ১২ তারিখ চলবে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া : ত্রিপুরা
শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া | ৮৫ ঊর্ধ্ব ভোটার , শারীরিক প্রতিবন্ধী ও ভোটের কাজে নিয়োজিত কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে | লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া | ৮৫ ঊর্ধ পুরুষ মহিলা ও শারীরিক অক্ষম ভোটারদের ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে | সারা রাজ্যে প্রায় ৫ হাজার ভোটার এই প্রক্রিয়ায় ভোট দান করবে |
এদিন রামনগর বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা জেলা লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার | এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য স্তরের নির্বাচনী আধিকারিকগণ |বিশাল কুমার জানান ১০ এবং ১২ তারিখ এই দুইদিন ভোটিং প্রক্রিয়া চলবে |
রামনগর উপনির্বাচনের ভোটার ও পশ্চিম জেলা লোকসভা আসনের ভোটাররা এই দুই দিনে ভোট দেবে |এদিকে সেক্টর টু আধিকারিক অশোক দেববর্মা জানান , ১০ ও ১২ তারিখ মিলে মোট 22 জন ভোটারের ভোট সংগ্রহ করব আমরা | কেননা এই কেন্দ্রে শারীরিক অক্ষম ও ৮০ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা রয়েছে 22 জন | এক প্রশ্ন উত্তরে অশোক দেববর্মা জানান , ভোট গ্রহণ করা আমাদের একটি নৈতিক কর্তব্য | তাই ভোট যেভাবেই হোক আমাদের গ্রহণ করতে হয় |এদিন আসি ঊর্ধ ও ১০০ ঊর্ধ্ব ভোটাররা ও ভোট দান করেছেন |একই সঙ্গে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ও নির্ভিগ্নে মতাদান করতে পেরে সন্তোষ ব্যক্ত করেছেন |
সরকার এভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করায় সন্তোষ ব্যক্ত করেছেন অনেক ভোটাররা | তাদের অভিমত এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণের স্বচ্ছতা রয়েছে | দলমত নির্বিশেষে প্রত্যেক ভোটাররা নিজেদের মত দান করতে পারছে |