আগরতলা-মুম্বই রেল পরিষেবা : নতুন সংযোজন হতে চলেছে লোকমান্য তিলক-কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন

রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন হতে চলেছে আগরতলা-মুম্বই রেল পরিষেবা। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা রাজ্যকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। শনিবার মহাকরণে  এক সংবাদ সম্মেলনে রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা জানান পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, আসন্ন দুর্গাপূজার আগে আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত লোকমান্য তিলক-কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চলবে। এই এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার সকাল ৬টায় আগরতলা থেকে ছাড়বে এবং শনিবার বিকেল ৪:১৫ মিনিটে মুম্বাইয়ের লোকমান্য তিলক স্টেশনে পৌঁছাবে। এই এক্সপ্রেস ট্রেনটি আবার মুম্বাই থেকে রবিবার সকাল 7:50 টায় ছাড়বে এবং আগরতলা পৌঁছবে মঙ্গলবার সন্ধ্যা 7:50 টায়। যাত্রায় সময় লাগবে ২ দিন ৭ ঘণ্টা। পরিবহন মন্ত্রী জানান, এই রুটে আগরতলা ও গুয়াহাটির মধ্যে মোট ৭টি স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামবে। এই ৭টি স্টেশন হল আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই এবং চাপারমুখ। পরিবহণ মন্ত্রী আরও বলেন, এই রেল পরিষেবা চালু হলে রাজ্যের মানুষ চাকরিপ্রার্থী, রোগী, ছাত্র, পর্যটক, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে উপকৃত হবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে, পরিবহন মন্ত্রী শ্রী চৌধুরী আগরতলা-মুম্বাই রেল পরিষেবা শুরু করার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাদেশে যোগাযোগ ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। 2018 সালের পরে, প্রধানমন্ত্রী রাজ্যকে হীরার মডেল দেওয়ার ঘোষণা করেছিলেন। এই হীরার মডেলেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। রাজ্য সরকার উন্নত ত্রিপুরা গড়তে উন্নত যোগাযোগ ব্যবস্থার দিকেও জোর দিচ্ছে৷ তিনি বলেছিলেন যে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার বিকাশের ফলস্বরূপ, রাজ্য থেকে 11টি এক্সপ্রেস ট্রেন বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচল করছে। এছাড়াও রাজ্যে পাঁচটি লোকাল ট্রেন চালু রয়েছে। সংবাদ সম্মেলনে পরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন রাজ্যে ৫০৮টি রেলস্টেশনকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর-পূর্ব অঞ্চলের 91টি রেলস্টেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। এর জন্য 5,100 কোটি টাকা ব্যয় করা হবে। রাজ্যের তিনটি রেলওয়ে স্টেশনও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রয়েছে। এগুলো হল ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেলওয়ে স্টেশন। এ তিনটি স্টেশনের উন্নয়নে ব্যয় হবে ৯৬ কোটি ৬০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী বলেন, খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে। আগরতলা রেলস্টেশনে উদ্বোধন হতে চলেছে আধুনিক এসকেলেটর। সংবাদ সম্মেলনে পরিবহন সচিব ইউকে চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Press Relese ICA, Tripura