সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন: পোষণ মাস সেবা সুশাসন গরিব কল্যাণ কর্মসূচি
পোষণ মাস, সেবা সুশাসন ও গরিব কল্যাণের নবম বছরে প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করেছে সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন কৈলাশহর শাখা| অংশ নিয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা|
ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনসেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন কৈলাশহর শাখার উদ্যোগে পোষণ মাস, সেবা সুশাসন ও গরিব কল্যাণের নবম বছরে প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের যুবরাজনগর বীরেশ পাড়া হাফলং টি এস্টেটে |
২৯ সেপ্টেম্বর ফটো প্রদর্শনী ও আলোচনা চক্রের উদ্বোধন করেন ধর্মনগর নেহেরু যুব কেন্দ্রের মাস্টার ট্রেইনার রণদীপ রুদ্র পাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এইচ ও হীরা মানিক ত্রিপুরা | এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন দেববর্মা, বীনা দেববর্মা সবিতা দেববর্মা |
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পোষণ মাসের উপর ফটো প্রদর্শনী, এখানে মহিলাদের চারটি দলে বিভক্ত করে স্থানীয় ভাষায় আলোচনা করা হয়েছে | ভারত সরকারের সেবা, সুশাসন, গরিব কল্যাণ কর্মসূচি নিয়ে গ্রুপ ডিসকাশন করে তৃণমূল স্তর থেকে প্রতিক্রিয়া নিয়েছেন ফিল্ড অফিস কৈলাশহরের অফিসার ইনচার্জ এইচ কে চ্যাং |
এদিনের অনুষ্ঠানে প্রায় দেড়শ জন মহিলা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে | অনুষ্ঠানকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় |