ভারত সরকারের নয় বছর পূর্তিতে সেবা সুশাসন ও গরিব কল্যাণে উন্নয়নমূলক কর্মসূচির
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস কৈলাশহরের উদ্যোগে ঊনকোটি জেলার চিনি বাগানস্থিত ককবরক স্কুলে ২৫ জুলাই আয়োজিত হয়েছে এক প্রদর্শনী |
ভারত সরকারের নয় বছর পূর্তিতে সেবা সুশাসন ও গরিব কল্যাণে উন্নয়নমূলক কর্মসূচির প্রদর্শনীতে এলাকার জনগণের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত | অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জোসেফ ডারলং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল রোয়া ডারলং, গঙ্গা দেববর্মা, সাংবাদিক তপন কুমার দাস |
এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সিবিসি ফিল্ড অফিস কৈলাশহর ইনচার্জ এইচ কে চ্যাং | এদিকে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত গোমতী জেলার অমরপুর মহকুমার নৃত্য ঝংকার সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় সেবা সুশাসন ও গরিব কল্যাণের উপর সংগীত নাটক ও নৃত্য পরিবেশন করা হয় | অনুষ্ঠানে দর্শকদের নজর কেড়েছে নৃত্য ঝংকার আয়োজিত নাটকটি |