নীরমহল জল উৎসব: মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা

নীরমহল পর্যটন কেন্দ্রকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। স্বদেশ দর্শন-১ প্রকল্পে নীরমহলের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা। G-20 বিজ্ঞান সম্মেলন উপলক্ষে নীরমহলের পরিকাঠামোগত উন্নয়নে 10 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেলাঘরের রাজঘাটে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের উদ্বোধন হয়েছে  বলেন। একথা বলেন। উল্লেখ্য, মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। পর্যটন বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, যুব ও ক্রীড়া বিভাগ, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি, মেলাঘর পৌরসভা ও সোনামুড়া বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলাঘর পূর্বপরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়।

ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সূচনা করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নীরমহল সহ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পর্যটন দফতর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে নীরমহলে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম চালু করা হবে। পর্যটন কেন্দ্রগুলোতে যে আধুনিক অবকাঠামো গড়ে উঠছে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণের।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করতে এবং পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মণ, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য প্রমুখ। 

উপস্থিত ছিলেন সিপাহিজলা জেলা প্রশাসক ড. বিশাল কুমার, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, নলচর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জওহরলাল ঘোষ, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস প্রমুখ।

Press Release: ICA, Tripura